1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
রাতের আধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে ফুলেল শুভেচ্ছা বোয়ালমারী পৌরসভায় বেগম রোকেয়া দিবস উদযাপন বোয়ালমারীতে রাতের আধারে বসতঘরের তালা ভেঙে লুটপাটের অভিযোগ ফরিদপুর জেলা এনসিপির আহবায়ক হাসিবুর রহমান (অপু ঠাকুর) দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোয়ালমারীতে দোয়া মাহফিল মাইটকুমড়ার আবু তালেব মুন্সিকে মসজিদের মধ্যে লাঞ্ছিত করলো সন্ত্রাসীরা উদ্বোধন অক্টোপাস বোয়ালমারীতে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের বিশাল মোটর শোডাউন ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পপতি আবুল বাসার খানের আত্মপ্রকাশ

মধ্যেরগাতীর খুনি মুছা গ্রেফতার

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১১৬২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী গ্রামের স্ত্রী নুপুরের খুনি স্বামী মুছাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বোয়ালমারী থানার চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব এর সার্বিক দিকনির্দেশনায় বোয়ালমারী থানা পুলিশের একটি দল হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা থেকে খুনি মুছাকে আজ (২২ অক্টোবর) গ্রেফতার করে বলে জানা গেছে।
উল্লেখ্য, ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় পরকীয়ার জের ধরে নূপুর বেগম (২৪) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যাকান্ড ঘটেছে ।
এলাকাবাসী জানান, ১৩ বছর আগে প্রেম করে একই গ্রামের কাওসার মোল্যার ছেলে মুসা মোল্যার সাথে বিয়ে হয় নূপুরের। তাদের ১৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বছরখানেক আগে পার্শ্ববর্তী ছোলনা গ্রামের মো. রেজাউল মোল্যার ছেলে নাঈম মোল্যার সাথে পরকীয়ার জড়িয়ে পড়ে নূপুর। ইতোমধ্যে ৩বার ঘর ছেড়ে প্রেমিক নাঈমের হাত ধরে পালিয়ে গিয়ে কিছুদিন যাবত সংসার করে সে। সেখান থেকে পরিবারের সমঝোতায় স্বামীর ঘরে ফিরে এলে প্রেমিক নাঈম মোল্যা ওরফে লাদেন নূপুরকে স্ত্রীর দাবী করে বসে। এ বিষয়ে গত ৭ অক্টোবর শুক্রবার একটি গ্রাম্য সালিশ হয়। সালিশে শরিয়া আইন মোতাবেক তিন মাস ইদ্দদ পালন শেষে মেয়ের ইচ্ছানুযায়ী পুনরায় স্বামী নির্বাচনের অধিকার দিয়ে নূপুরকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। সেখানে স্বামীর দাবিদার দুইজনের কেউ নূপুরের সাথে দেখা করতে পারবে না বলে শর্ত দেয়া হয়। সালিশের দুই সপ্তাহের মাথায় গত বৃহস্পতিবার রাতে নূপুরের বাড়ীতে হাজির হয় প্রেমিক নাঈম। নিহতের মেয়ে ফারিয়া তার পিতা মুসাকে ফোন করে ঘটনা জানালে নূপুরের বাড়ীতে প্রাক্তন স্বামী মুসা হাজির হলে পালিয়ে যায় প্রেমিক নাঈম।
এ সময় নূপুরকে সামনে পেয়ে রাগের বশবর্তী হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩২) পালিয়ে যান। পরে পরিবারের লোক নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে মৃত্যু হয় নূপুরের।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION