1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল মিয়ার দাফন সম্পন্ন খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার জানাজায় বক্তব্য রাখেলন প্রবীণ রাজনীতিবিদ শাহ্ মো. আবু জাফর বোয়ালমারীতে ফিরতি রথের মাধ্যমে শেষ হলো রথযাত্রা উৎসব নবকাম পল্লী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন ফরিদ হোসেন সোহান বোয়ালমারীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা সালথায় খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধুখালীতে লিফলেট বিতরণ খরসূতী সরকারি কলেজের সাফল্য বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত বোয়ালমারীতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে চোর পাকড়াও

খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার জানাজায় বক্তব্য রাখেলন প্রবীণ রাজনীতিবিদ শাহ্ মো. আবু জাফর

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৫ Time View

স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়া ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজে’ঊন)।
রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ কন্যা ও স্ত্রী রেখে গেছেন। ওইদিন বিকেলে ছোলনা গোরস্থানে অনুষ্ঠিত মরহুমের জানাজায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ শাহ্ মো. আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর- ১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক মেয়র আব্দুর শুকুর শেখ, বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ।

খন্দকার রফিকুল ইসলাম কামাল আরবিয়ান বংশদ্ভূত সম্ভ্রান্ত গঞ্জেরাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন।
তাঁর রয়েছে একদিকে পারিবারিক ঐতিহ্য অন্য দিকে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। খন্দকার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সভাপতি ও সম্প্রতি ঘোষিত উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন।
তিনি বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ওবায়দুর রহমান ও খন্দকার রফিকুল ইসলাম কামাল একই বংশের লোক।
১২০০খ্রিস্টাব্দ বা তার আগে ইসলাম প্রচারে ইরাকের বাগদাদ থেকে ফরিদপুর আসেন বিশিষ্ট ইসলাম প্রচারক শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) ও তার ভাগ্নে আব্দুর রহমান দানেশমন্দি (রহ)।
আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) ফরিদপুর সদরের খাবাসপুরে বসতি স্থাপন করেন। এই গঞ্জেরাজ পরিবারই পরে খন্দকার পরিবার হিসেবে পরিচিতি লাভ করে।
খন্দকার রফিকুল ইসলাম কামাল এর পিতা খন্দকার সিরাজুল ইসলাম ছোলনার ভূস্বামী শমসের মিয়ার কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বোয়ালমারীতে শ্বশুরালয়ে বসতি গড়েন। তাঁর দাদা খন্দকার আব্দুস সামাদও বৈবাহিক সূত্রে ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়ায় বসতি স্থাপন করেন।
অপর দিকে শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ (রহ) এর ভাগ্নে আব্দুর রহমান দানেশমন্দি (রহ) নগরকান্দা লস্কারদিয়ায় বসতি স্থাপন করে ইসলাম প্রচার করেন। ওবায়দুর রহমান দানেশমন্দি (রহ) বংশধর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION