বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিশ্চিত করতে মানবাধিকার-পুর্ব শর্ত ন্যায় বিচারক’ এই স্লোগানের মধ্য দিয়ে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বোয়ালমারী চৌ-রাস্তায় অবস্থিত প্রফেসর ডা. গোলাম কবির নার্সিং ইনস্টিটিউটের হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রফেসর ডা. গোলাম কবির, সাধারন সম্পাদক শরীফ শাহীনুর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একে এম হামিদুল বারী বরুণ মিয়া, ময়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, স্থানীয় সংবাদকর্মী ও সুধীমহলের লোকজন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2025 Boalmari Barta. All rights reserved.