বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৬ জুলাই) বাদ আসর ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ছোলনা গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রবীণ এ রাজনীতিবিদ রবিবার সকাল সাড়ে আটটার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ কন্যা ও স্ত্রী রেখে গেছেন।
জানাজার পূর্বে তার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মধুখালি পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, সাবেক পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, জেলা জামায়েতের সদস্য ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা যুবদলের আহবায়ক সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ ফরিদপুর, মধুখালি, আলফাডাঙ্গা ও বোয়ালমারীর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2025 Boalmari Barta. All rights reserved.