বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত থেকে মাদক সেবন কালে এক যুবলীগ সমর্থককে আটক করেছে ডহরনগর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। সে রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের হায়াত আলীর ছেলে।
রফিকুল ইসলাম আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ, আস্থাভাজন কর্মী ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম উজ্জ্বল এর আপন ফুফাতো ভাই বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রুপাপত বাজারাস্থ খালাসী ভবনের দ্বিতীয় তলায় এনামুল শেখের এনজিও অফিসে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূদন পাণ্ডে জানান- মাদক নির্মূলে ডহরনগর পুলিশ ফাঁড়ি সবসময় সচেষ্ট। খবর পেয়ে মাদকসহ রফিকুলকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- গ্রেফতারকৃতের নামে একটি মাদক মামলা দায়ের হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2025 Boalmari Barta. All rights reserved.