
মো. ইমরান মোল্যা, বোয়ালমারী (ফরিদপুর):
ফরিদপুরের বোয়ালমারীতে স্বল্প আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পাটজাত পণ্য তৈরির ওপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভা সম্মেলন কক্ষে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ কর্মপরিকল্পনা (GESIAP) বাস্তবায়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করে বোয়ালমারী পৌরসভা।
প্রশিক্ষণে স্থানীয় ৪০ জন নারী অংশ নেন। তাদের প্রশিক্ষণ দেন ‘আলেয়া জুট প্রোডাক্ট অ্যান্ড হ্যান্ডিক্র্যাফট’ এর স্বত্বাধিকারী আলেয়া বেগম। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রশিক্ষণার্থীরা পাট থেকে ব্যাগ, ম্যাট, ঝুড়ি, ডেকোরেটিভ পণ্যসহ বিভিন্ন ব্যবহারযোগ্য সামগ্রী তৈরির কৌশল শেখেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক তানভীর হাসান চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পাট আমাদের গর্ব ও ঐতিহ্য। পাটজাত পণ্য তৈরি শুধু আয় বৃদ্ধির সুযোগ নয়, বরং এটি রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করতে পারে। আপনারা মনোযোগ দিয়ে কাজ শিখুন, পণ্য উৎপাদন করবেন আপনারা, আর বাজারজাতকরণের দায়িত্ব আমাদের। আমরা স্থানীয়ভাবে এই পণ্য ক্রয় করব।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান শিকদার, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোছা. আজমিরী খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সবুরুল হক, এবং আইইউজিআইপি প্রকল্পের কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বিপ্লব বিশ্বাস প্রমুখ।