
মো. ইমরান মোল্যা, বোয়ালমারী (ফরিদপুর):
‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand-Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বোয়ালমারী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বোয়ালমারী পৌরসভার আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক তানভীর হাসান চৌধুরী। তিনি বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি উন্নত সমাজের অন্যতম শর্ত। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে আমরা অনেক সংক্রামক রোগ থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখতে পারব।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান শিকদার, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোছা. আজমিরী খাতুন এবং হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সবুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।