স্টাফ রিপোর্টার: জাকজমকপূর্ণ আয়োজনে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান খান, মো. আলমগীর হোসেন। অতিথিবৃন্দ স্কুলটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, সাংবাদিক হাসান মাহমুদ মিলু, ইকবাল হোসেন লিমনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.