স্টাফ রিপোর্টার: কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন কবি, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক বাংলা বিভাগের শিক্ষক ড. হোসনেয়ারা বেগম। ১লা সেপ্টেম্বর তিনি দায়িত্বগ্রহণ করেন। ওই কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেনকে বিভিন্ন অভিযোগে কতৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করায় অধ্যক্ষ পদ শূন্য হয়। সহকারী অধ্যক্ষ খন্দকার আবু মুরসালিন তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। গত ৩১ আগস্ট খন্দকার আবু মুরসালিন অবসরে গেলে কলেজ কতৃপক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ড. হোসনেয়ারা বেগমকে মনোনীত করেন। এর আগে ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত এই কলেজেই সুনামের সহিত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন তিনি। পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় শিক্ষক-অভিভাবক ও এলাকার সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2025 Boalmari Barta. All rights reserved.