
বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারীর কৃতি সন্তান অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মো. রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে তার বাল্য বন্ধুরা। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। ৪০ বছর সুনামের সাথে দেশের বিভিন্ন থানায় তিনি দায়িত্ব পালন করেন। অবসরের পর নিজ এলাকায় ফিরে আসায় ‘আমরা ক’জন বাল্যবন্ধু’ এর ব্যানারে তার কয়েকজন শৈশব-কৈশোরের বন্ধু বিশেষ করে বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলীর আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতেই সাব ইন্সপেক্টর (অব) মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্বাগত বক্তব্য দেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী। এরপর চলে বন্ধুদের স্মৃতিচারণ। সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখসহ উপস্থিত বন্ধুরা সবাই একে একে স্মৃতিচারণ করেন।
মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি এ ধরনের আয়োজন দেখে সত্যিই বিমোহিত। বন্ধুদের এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমি চাকরি থেকে অবসর নিয়েছি। এখন আবার এলাকার সবাইকে নিয়ে, পুরনো বন্ধুদের নিয়ে মিলেমিশে থাকতে চাই। সাংবাদিকদের সাথে একসাথে চলতে চাই।
এ সময় বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকলে নৈশভোজে মিলিত হন।