
বোয়ালমারী প্রতিনিধি: ‘আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ০৮ অক্টোবর সকালে বোয়ালমারী পৌরসদরে অবস্থিত বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা তথ্য অফিসার, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আখতার, বোয়ালমারী থানার প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন।