স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-১ সংসদীয় আসনের তিনটি উপজেলা ( বোয়ালমারী -মধুখালী ও আলফাডাঙ্গা) ছয়টি কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।
২৩ অক্টোবার বৃহস্পতিবার ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন যৌথভাবে স্বাক্ষর করে কমিটিগুলোকে অনুমোদন দেন।
এ কমিটি গুলোতে গুরুত্বপূর্ণ স্থানে প্রাধান্য পেয়েছে ফরিদপুর-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী খন্দকার নাছিরুল ইসলামের সমর্থিত লোকেরা। অন্যদিকে এ তিন উপজেলা ও পৌর কমিটিতে প্রাধান্য অনেকটা হারিয়েছে অপর বিএনপির সম্ভাব্য প্রার্থী শামসুদ্দিন মিয়ার ঝুনুর সমর্থিত লোকেরা।
বোয়ালমারী উপজেলা ১০১ সদস্যের কমিটিতে সভাপতি পদে স্থান পেয়েছে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এবং বোয়ালমারী পৌরসভার সভাপতি পদে আব্দুল কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি পদে শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম মানিক এবং মধুখালী পৌরসভার সভাপতি পদে হায়দার আলী মোল্লাহ ও সাধারণ সম্পাদক পদে ইয়াসিন বিশ্বাস কে মনোনীত করা হয়েছে।
অপর দিকে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি পদে আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাধারান সম্পাদক পদে
মোঃ নূরজামাল খসরু এবং আলফাডাঙ্গা পৌরসভার বিএনপি সভাপতি পদে
মোঃ রবিউল হক রিপন ও সাধারন সম্পাদক পদে
মোঃ হাসিবুল হাসান হাসীবকে নাম ঘোষনা করা হয়েছে।
ফরিদপুর-১ সংসদীয় এলাকায় নবগঠিত কমিটি প্রসঙ্গে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা বলেন, যে কোন বড় দলেই স্থানীয় পর্যায়ে গ্রুপিং থাকে, কমিটি গঠনের সময় এটা আরো প্রকোট হয়। তবে আমরা এই ছয়টি কমিটিতে সকলকেই এড্রেস করার চেষ্টা করেছি। এদের মধ্যে দলের জন্য সবথেকে নিবেদিত ব্যক্তিরা নেতৃত্বে আসছে।








