মোবাইল সার্বিসিং সেবার জগতে সারা জাগানো একটি নাম অক্টোপাস। ফরিদপুরের ন্যায় বোয়ালমারীতেও এর একটি শাখা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। স্থানীয় ষ্টেশন রোডে আভিজাত্যের চাদরে মোড়া প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন মোঃ আশিকুর রহমান নামের এক তরুণ ব্যবসায়ী। মঙ্গলবার বর্ণিল এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দোকানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আশিকুর রহমান বলেন,অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমাদের প্রতিষ্ঠানে সব ধরনের মোবাইলের কারিগরি সমস্যা গুলোর সর্বোত্তম সার্ভিসিং সেবা দেওয়া হয়। এছাড়াও মোবাইলের দেশি-বিদেশি সব ধরনের যন্ত্রাংশ সূলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ব্যবসায়িক সাফল্যের জন্য সবার দোয়া সহযোগিতা কামনা করেন আশিকুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2025 Boalmari Barta. All rights reserved.