শরিফুল ইসলাম রনী: ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মাসুদ রানা সাহেব। সাধারণত কোনো লাইভ অনুষ্ঠান মন দিয়ে শুনি না। কিন্তু আজকের এই আয়োজন ছিল ব্যতিক্রম। কয়েকজন সাংবাদিকের বক্তব্য মন ছুঁয়ে গেছে। বিশেষ করে বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী সাহেবের কথা। আমি একবার নয়, দুইবার মন দিয়ে শুনেছি। সবচেয়ে অবাক লাগল—গত দুই বছরে আমি মাসুদ রানা ভাইকে নিয়ে যেসব কথা লিখেছি, সেগুলোর অনেকাংশই তিনি আজ তাঁর বক্তব্যে নিজেই তুলে ধরেছেন। আমি একসময় মাসুদ ভাইকে বলেছিলাম, "ভাই, আমি চলমান সমাজের গুটিকয়েক মানুষকে নিয়েই লিখি—শুধু সওয়াবের আশায়। যদি আপনার কোন কাজ অন্য কাউকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করে, তাহলেই আমরা দুজনেই নেকী পাবো।" ভাইয়া তখন হাসতেন। আজ বুঝলাম, আমার কথাগুলো হয়তো তিনি হৃদয়ে ধারণ করেছিলেন। আল্লাহ এই মানুষটিকে হিফাজত করুন, এবং আরও মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কবুল করুন আমিন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.