বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ময়েনদিয়া বাজারপাড়া মন্দির প্রাঙ্গনে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন। পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপিতে সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস মাতুব্বর ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহিদ মোল্যা। বিএনপিতে সদ্য যোগদানকৃতরা হলেন গোপাল রায়, নজরুল ইসলাম, সোহেল শেখ, মো. ইমরান বিশ্বাস, খালেক বিশ্বাস, দেলোয়ার মিয়া, ননী গোপাল সাহা, দূলর্ভ সাহা, গৌরাঙ্গ সাহা, দেলোয়ার বিশ্বাস, ওলিয়ার মিয়া, আজিজুল শেখ, কাঞ্চন খালাসী, শাহজাহান মোল্যা, কুদ্দুস আকন, কালাম মোল্যা, ওমর ফারুক ও পান্নু শেখ।
সংবাদ সম্মেলনে সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গোপাল রায়। তিনি বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী শাসনামলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিশেষ করে আমাদের মতো সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষদের জন্য ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা হয়ে উঠেছিল চরম ঝুঁকিপূর্ণ ও অসম্ভব। প্রশাসনিক হয়রানি, রাজনৈতিক চাপ, ভয়ভীতি ও নানামুখী হুমকির কারণে আমাদের অনেককেই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে আওয়ামী লীগের মিটিং-মিছিলে যেতে বাধ্য করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- এই অংশগ্রহণ কখনোই আমাদের বিশ্বাস বা রাজনৈতিক অবস্থানের প্রতিফলন ছিল না। এটি ছিল নিছক জীবন ও জীবিকা রক্ষার লড়াই।
আজ সময় এসেছে সত্য বলার। আজ সময় এসেছে বুক ভরা সাহস নিয়ে নিজের পরিচয় স্পষ্ট করার। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আমি/আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম।
দেশনায়ক তারেক রহমান-এর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি/আমরা আমাদের সর্বোচ্চ শ্রম, মেধা ও সাহস দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.