প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৫০ পি.এম
ফরিদপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ১১ প্রার্থী

বোয়ালমারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও তার সহধর্মিনীসহ ফরিদপুর-১ আসন থেকে মোট ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রকিবুল হাসান এর কার্যালয় মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার বিকাল পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর -১ আসনে বোয়ালমারীতে যেসব প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইন। এছাড়া এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনু, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা মো. সাহাবুদ্দিন আহমেদও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর সহধর্মিণী লায়লা আরজুমান বানু ও ডা. গোলাম কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট সাংবাদিক, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (দোলন) এর পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নুর মৌসুমির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রস্তাবকারী ও সহধর্মিণী ডা. মাফরুহা রহমান। মধুখালীতে আব্দুর রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারীরা আবুল বাসার খাঁন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আসনটিতে তিন উপজেলায় পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৩৪১জন ও মহিলা ২ লাখ ৫১ হাজার ২১৪ জন, মোট ৫ লাখ ১০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.