বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : সরকারি আইনের তোয়াক্কা না করে মাটি কেটে বিক্রির দায়ে জিহাদ মৃধা নামে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত আটক করে ২৫ হাজার টাকা জরিমানা নগদ আদায় করেছে । এমন কাজ আর ভবিষ্যতে করবেনা মর্মে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাটি ব্যবসায়ী মো. জিহাদ মৃধা (৩০) চতুল গ্রামে বারিক মৃধার ছেলে।
বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া বিলের ভেতর দীর্ঘদিন এস্কাভেটর দিয়ে মাটি কেটে ট্রাক ও ট্রলী যোগে বহন করে বিভিন্ন স্থানে ভরট কাজে বিক্রি করে আসছিল। এর প্রভাবে ফসলী জমি পর্যায়ক্রমে হ্রাস হয়ে যাচ্ছিল। ফসলী জমি রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতে জিহাদকে আটক করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাটি কেটে বাহিরে বিক্রি করছিল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এমন ধরণের কাজ আর করবেনা মর্মে মুসলেকা দিয়ে ছাড়া পান।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব্বির আহমেদ বলেন, ফসলী কিংবা কোন প্রকার জমির মাটি বিনা অনুমতিতে কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রাথমিক ভাবে মাটি ব্যবসায়ী জিহাদ মৃধাকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়। মুসলেকা দিয়ে তিনি ছাড়া পান। কেউ মাটি কাটতে বা বিক্রি করতে পারবেনা। এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.