বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে সহোদরসহ ৩জন নিহত, আহত ১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পৌনে তিনটার দিকে পৌরসভার সোতাসী গ্রামে একটি অরক্ষিত রেল গেটে এই দূর্ঘটনা ঘটে।নিহত সকলেই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের বিল-সড়াইল গ্রামের সাইফার মোল্যার দুই ছেলে আব্দুল জব্বার মোল্যা (১৫) ও মুসা মোল্যা (২৫) ও একই ইউনিয়নের চরবর্ণী গ্রামের আবুল কালামের স্ত্রী শাহানারা বেগম (২৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন, যার মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন, তারা হলেন- বর্নীচর গ্রামের আবু বক্কর (১২), রেখা বেগম, ছবুরন বেগম, বাবলু মোল্যা, টেপুমিয়া মোল্যা। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আয়শা বেগম, হোসনেয়ারা বেগম, হানজালা, ও মমতাজ বেগম বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানান, বেলা পৌনে তিনটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে পিক-আপে বাড়ি ফিরছিল শ্রমিকরা। এসময় দূর্ঘটনা কবলিত স্থানে পৌঁছালে রাজবাড়ি থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় পিক-আপটির। ট্রেনের ধাক্কায় পিক-আপটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দূর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক রুম্পা জানান নিহত তিনজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে, ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রকিবুল হাসান ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান। স্থানীয়দের দাবি অরক্ষিত রেলগেটটিতে অতিসত্বর স্থায়ীভাবে একটি গেট তৈরি করা হোক।
ট্রেন দুর্ঘটনার কথা শুনে তাৎক্ষণিক ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা করেন। এছাড়া ফরিদপুর ১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী শাহ মো. আবু জাফর নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান এবং মিল কর্তৃপক্ষকে শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.