হতদরিদ্র , পঙ্গু ও অসহায় মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ ব্যবসায়ী আর এম এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাসুদ রানা নিজ বাড়িতে ৪০ টি ব্যাটারিচালিত ভ্যান দান করেছেন । ১৩ জানুয়ারী সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কানখরদী গ্রামে নিজ বাড়িতে এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে এই ভ্যান বিতরণ করেছেন। সাউথ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানার কাছ থেকে ভ্যান পেয়ে চল্লিশটি পরিবারের আয় রোজগারের ব্যবস্থা হয়েছে । ভ্যান বিতরণের সাথে সাথে প্রতি ভ্যানচালককে একটি ব্যাংক একাউন্ট খুলে দিয়েছেন যাতে ভ্যানের ব্যাটারি ক্রয় ও রক্ষণাবেক্ষণের ব্যয় নিজেরা মেটাতে পারেন। ভ্যান পেয়ে হোসাইন নামে একজন অসহায় মানুষের চোখে আনন্দে জল দেখা যায় । হাসান নামে একজন দরিদ্র মানুষের অনূভুতি জানতে চায়লে তিনি জানান , "আমার জীবনে আমি এতো বড় দানশীল ও বড় মানুষ দেখিনি। একদিনে চল্লিশটি ভ্যান দিয়ে ৪০ টি পরিবারের মুখে আহারের ব্যবস্থা করে দিয়েছেন ।" মাসুদ রানার প্রয়াত পিতা আব্দুল হামিদ বিশ্বাসও তার সাধ্যমতো দান করতেন। পারিবারিক শিক্ষায় স্বশিক্ষিত ব্যবসায়ী মাসুদ রানা তার অনুভূতি প্রকাশ করে বলেন , যতদিন বেঁচে আছি এইরকম ভালো কাজ করে যাবো ।নিজের এলাকা ছাড়িয়ে সারাদেশে এইরকম ভালো কাজ করতে ইচ্ছে আছে ।" মহৎ এই কাজের আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটা মাসুদ রানার একক আয়োজন নয় । এলাকার অসংখ্য স্কুল ,কলেজ ,মাদ্রাসা ,এতিমখানা , গোরস্তান , ঈদগাঁ ময়দানেও তার অসামান্য অবদানের চিহ্ন ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে ।মাসুদ রানা নিরবে নিভৃতে যা করেন তা অনেকের অজানা । অসুস্থ মানুষের চিকিৎসার জন্য টাকা দেয়া , ঘরহীন মানুষের ঘর করে দেয়া , দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচের মতো নানা জায়গায় মুক্তহস্তে দান করে যাচ্ছে । এবছর ফরিদপুরের তিন উপজেলা বোয়ালমারী ,মধুখালী ও আলফাডাঙ্গার মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতা আয়োজন করেছিলেন । হাফেজদের মধ্যে নগদ অর্থ ,ক্রেস্ট সম্মাননা দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন মাসুদ রানা । মাসুদ রানার এই চিন্তা , দান ও ভালো কাজ অব্যাহত রাখতে সবার কাছে দোয়া চেয়েছেন ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.