
বোয়ালমারী প্রতিনিধি: সম্প্রতি সহস্রাইল বাজারের তিনশতক জমি নিয়ে বিভিন্ন শিরোনামে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর তাদের দাবি, রেকর্ডীয় মালিক কমেলার কাছ থেকে তিন শতাংশ তারা নয়জনে ২০০১ সালে রেজিস্ট্রি করে নেন। গ্রহিতারা হলেন আব্দুল জলিল মোল্যা, মো. আজিজার মোল্যা, সোহরাব শেখ, আসলাম চৌধুরী, কামরুল চৌধুরী, লাল মিয়া মন্ডল, অরুণ মিয়া, সৈয়দ সাহেব আলী ও মো. খলিল মোল্যা। জমি গ্রহিতাদের দাবি, তারা জমি ক্রয় করার পর কেউ কেউ এই জমি অন্যদের বিক্রি করে দিয়ে দখল বুঝিয়ে দিয়েছে। তারাও শান্তিপূর্ণ দখলে আছে। কারও জমি কেউ জোর করে দখল করেনি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, অবৈধভাবে জোরপূর্বক কারও জমি দখল করেনি কেউ।
তারপরও জমি নিয়ে আদালতে মামলা চলমান। আদালত যে রায় দিবে তা অবশ্যই উভয়পক্ষ মেনে নিবে। এখানে জবরদখলের কিছু নেই। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, এই জমি নিয়ে কোর্টে মামলা আছে। মামলার রায় সকলেই মেনে নিতে বাধ্য থাকবে।