
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের পদধারীদের স্থান করে দেওয়ায় কমিটি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি। লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বোয়ালমারী পৌরসদরের কৃষি ব্যাংকের মোড় থেকে মশাল মিছিলটি বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়ে এসে আগুন জ্বালিয়ে মাঝকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় মহাসড়কটির দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।
এসময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সদ্য বিলুপ্ত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।
এসময় বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগপন্থী লোকদের নিয়ে সদ্য ঘোষিত কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। তারা বলেন – জাতীয়তাবাদী দল বিএনপির এমন দুর্দিন আসে নাই যে আওয়ামী লীগের পদধারীদের দিয়ে বিএনপির কমিটি ঘোষণা করতে হবে। বোয়ালমারীতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠন করে আসা হাজার হাজার নেতাকর্মী রয়েছে যাদের অবমূল্যায়ন করা হয়েছে। কাউকে কাউকে সাধারণ সদস্য পর্যন্ত রাখা হয়নি। শুধু বিএনপি করার কারনে যারা ১৭ বছর বিছানায় ঘোমাতে পারেনি, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ব্যবসা বাণিজ্য গুটিয়ে রাজধানীতে গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে। মহাসমাবেশে যোগ দিয়ে আওয়ামী পুলিশ বাহিনীর গুলি খেয়ে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে এখনও জিয়ার আদর্শ বুকে লালন করে সুদিনের প্রত্যাশায় ছিলো তাদের বঞ্চিত করা হয়েছে। এ কমিটি বাতিল না করলে আগামীকাল সন্ধ্যায় হরতাল, অবরোধ, অনশনের মতো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি জানান তারা।