
স্টাফ রিপোর্টার: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নাবীপাট বীজ উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী প্রশিক্ষণ ৩০ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক (পরীক্ষক) ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহমেদ অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, ফরিদপুরের বিজেআর আই আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ধনঞ্জয় কুমার মাহাতো, সালথা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী, বোয়ালমারী উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রফুল্ল রায় প্রমুখ।