
স্টাফ রিপোর্টার #
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে খন্দকার আশরাফুল আলম মামুনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশরাফুল আলম ‘আমিনা মামুন ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা এবং ‘আমিনা জুয়েলার্স’ এর স্বত্তাধিকারী। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে এবং জাহিদ হাসান চঞ্চলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী প্রেসক্লাবের সহসভাপতি কাজী আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, জনকণ্ঠ প্রতিনিধি এন কে বি নয়ন, প্রচার সম্পাদক এম এম জামান, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, আমার দেশ প্রতিনিধি এস এম রবিউল ইসলাম রুবেল, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি প্রমুখ।
বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মতবিনিময়ের এক পর্যায়ে খন্দকার আশরাফুল আলমকে বোয়ালমারী প্রেসক্লাবের উপদেষ্টা করার প্রস্তাব দেন। তিনি সে প্রস্তাব মেনে নেন। এর আগে মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী। তিনি খন্দকার আশরাফুল আলমের বোয়ালমারীতে বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন।
খন্দকার আশরাফুল আলম মামুন তার বক্তব্যে বলেন, আমি সাংবাদিক বান্ধব। কোন সাংবাদিক সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলা-মামলার শিকার হলে আমি সেই সাংবাদিকের পাশে থাকবো। তাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব। আমি আগামীতে বোয়ালমারী প্রেসক্লাবের উন্নয়নে অবদান রাখবো।
উল্লেখ্য, খন্দকার আশরাফুল আলম মামুন ময়মনসিংহের ভালুকায় জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা। বোয়ালমারীতে অগ্নিকান্ডে গুনবহার একটি বাড়ি পুড়ে গেলে গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট দেখে তিনি সাড়ে তিন লাখ টাকা ব্যয় করে ক্ষতিগ্রস্তকে একটি বাড়ি করে দেন। কিছুদিন আগে কাদিরদী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তিনি দশ লাখ টাকা সাহায্য করেন। এ ছাড়া বিভিন্ন এলাকায় হত দরিদ্র দের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখে ছেন।