
ফরিদপুরের বোয়ালমারীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আর এম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মো. মাসুদ রানার সঙ্গে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মো. মাসুদ রানা তার জীবনের সংগ্রামের কথা তুলে ধরে বলেন, দীর্ঘ প্রবাসজীবনে নানা কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে তিনি ক্ষুদ্র পরিসর থেকে ব্যবসা শুরু করেন। সততা, শ্রম ও ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে আর এম গ্রুপকে একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হন।
মো. মাসুদ রানা আরও বলেন, দেশের টানে তিনি নিজ এলাকার মানুষের দুঃখ-কষ্টে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। আর্থিক সহযোগিতা, অসহায় পরিবারকে সহায়তা এবং সামাজিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের পাশে দাঁড়ান। এসব কর্মকাণ্ডের পেছনে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও তিনি স্পষ্ট করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকরা মো. মাসুদ রানার মানবিক ও সমাজকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। সভাপতির বক্তব্য দেন ক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী। আলোচনা শেষে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে সম্মান জানানো হয়।