বোয়ালমারীতে এক সরকারি কর্মচারীর পরকীয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রবাসীর সাজানো সংসার। ঐ প্রবাসীর দুই সন্তানের জননীকে পরকিয়ার ফাঁদে ফেলে বিয়ে করেছেন উপজেলার গুনবহা ইউনিয়ন তহশিল অফিসের কর্মচারী হাফিজুর রহমান হাফিজ। তিনি উপজেলার শেখর ইউনিয়নের শেখপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জানাযায়,বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামাড়গ্রাম নিবাসী মোঃ মোহসিন মোল্লা স্ত্রী-সন্তানের সুখের আশায় বেশ কয়েক বছর আগে সৌদি আরব পাড়ি জমান। বাড়িতে রেখে যান দুই সন্তান সহ স্ত্রী লাবনী পারভীনকে। বিদেশ যাওয়ার পর সাংসারিক খরচ দেওয়ার পাশাপাশি আলাদা বাড়ি করার জন্য স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমাতে থাকেন মহসিন। এভাবে ভালোই চলছিল মোহসীন-লাবনীর সংসার। কিন্তু প্রবাসী মোহসীনের জীবনে হঠাৎ কালো মেগ হয়ে দেখা দেয় তহশিল অফিসের কর্মচারী হাফিজুর।গুনবহা তহশিল অফিসে জমির খাজনা দিতে তার সঙ্গে পরিচয় হয় প্রবাসীর স্ত্রী লাবনীর। স্বামী প্রবাসে থাকায় লাবনীর উপর লোলুপ দৃষ্টি পড়ে অসাধু হাফিজুর রহমানের। সে নানান ছলাকলায় লাবনীর সঙ্গে অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। একপর্যায়ে গত ১০ জুন সরকারি অফিস ফেলে লাবনীকে নিয়ে উধাও হয়ে যায় হাফিজ। এসময় স্বামীর গচ্ছিত সাড়ে সাত লক্ষ টাকা,নিজের গহনা-গাঁটি সব কিছু হাফিজুরে হাতে তুলে দেয় লাবনী। খবর শুনে প্রবাসী স্বামী মোহসীন মোল্লার মাথায় আকাশ ভেঙে পড়ে। দেশে থাকা ভায়রা মোঃ শাহাবুদ্দিন আহাম্মেদকে দিয়ে বোয়ালমারী থানায় হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি দরখাস্ত করান তিনি। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে বলে জানা যাচ্ছে বিস্তারিত পত্রিকায় আচ্ছে
Leave a Reply