
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ, দ্বাদশ ও অনার্স ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি কাজী শাহরীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যোৎসাহী সদস্য শাহিনা আক্তার, বোয়ালমারী থানার তদন্ত কর্মকর্তা আল আমিন। সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনেয়ারা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোরসালিন, সহযোগী অধ্যাপক রবিন কুমার লস্কর, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজনু মিয়া, সহযোগী অধ্যাপক মো. আলমগীর হোসেন, প্রভাষক দিল আশরাফী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহযোগী অধ্যাপক মনিশা রাণী কুন্ডু, সহযোগী অধ্যাপক জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক কাকলী ও সহকারী অধ্যাপক মৃদুল কুমার বোস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি কাজী শাহরীন ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার পিতা আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। তাঁর স্বপ্ন এই এলাকার নারীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। আমরা সকলের সহযোগিতায় কলেজটিকে আরও উন্নত করতে বদ্ধ পরিকর। শিক্ষকদের প্রতি আহবান রাখেন তারা যেন, শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে পাঠদান করেন। তাদের মধ্যে যতটুকু জ্ঞান-গরিমা আছে তার সবটুকু যেনো শিক্ষার্থীরা পায়। শুধু পড়ালেখায় নয়, আদর্শ মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থী যেনো নিজেকে গড়ে তুলতে পারে। অভিভাবকদের প্রতি অনুরোধ রাখেন তাদের মেয়েরা যেনো নিয়মিত কলেজে আসে। মোবাইলের অপব্যবহার রোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন। এ কলেজের শিক্ষার্থীরা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখতে পারে সেটা আমাদের জন্য গর্বের বিষয় হবে। আমার পিতার আদর্শ অনুসরণ করে আমিও কলেজটির অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা চান তিনি। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।