
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফলভাবে স্বদেশ প্রত্যাবর্তন করায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা ও ফরিদপুর জেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়ার নিজ বাসভবন উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়িতে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়ার আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, শেখ ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, শেখর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাকির আহমেদসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আশপাশের এলাকার সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।