
বোয়ালমারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, মধুখালি, আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এনসিপির ফরিদপুর জেলার আহবায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর। তিনি মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর বিকাল সাড়ে চারটার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রকিবুল হাসান নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে গণমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে জুলাই বিপ্লবী, এনসিপির ফরিদপুর জেলার আহবায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন- আমার নির্বাচনী জনপদের মানুষের সাথে যে অঙ্গীকার আমি করেছিলাম, তাদের দুঃখ দুর্দশা লাঘবের আশ্বাস আমি দিয়েছিলাম তার উপর ভিত্তি করে মাত্র দুই দিনের মধ্যে এ জনপদের প্রায় ৭ হাজার ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে গণস্বাক্ষর দিয়ে আমাকে তাদের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছে। তারাই আমার মনোনয়ন পত্র ক্রয় থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড প্রস্তুত করেছে। জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থে ও মানুষের ভালোবাসার মূল্য দিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এ জনপদ পিছিয়ে রয়েছে বিশেষ করে মাদকের ভয়াল থাবা এ জনপদকে বিপর্যস্ত করেছে দৃশ্যমান কোনো কর্মসংস্থান না থাকায়। আমার পরিকল্পনা রয়েছে ৩ উপজেলায় কম করে হলেও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে ১০ টি শিল্পকল কারখানা গড়ে তুলবো যাতে এ এলাকার আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এছাড়া সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি তাই আমার নির্বাচনে অংশ গ্রহণ করা। জুলাই বিপ্লবের যে তাজা রক্তক্ষরণ হয়েছে ও ৭১ এর মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জনপদের মানুষের মুক্তির জন্য কাজ করবো। আপনারা আমার সালাম ঘরে ঘরে পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ জয় মানুষের হবে।
হাসিবুর রহমান অপু ঠাকুর ছাড়াও আসনটি থেকে অন্যান্যের মধ্যে মনোনয়ন দাখিল করেছেন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী, জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হুসাইন।
বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনু, অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপি নেতা মো. সাহাবুদ্দিন আহমেদও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর সহধর্মিণী লায়লা আরজুমান বানু ও ডা. গোলাম কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট সাংবাদিক, কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (দোলন) এর পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নুর মৌসুমির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তার প্রস্তাবকারী ও সহধর্মিণী ডা. মাফরুহা রহমান। মধুখালীতে আব্দুর রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারীরা আবুল বাসার খাঁন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আসনটিতে তিন উপজেলায় পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৩৪১জন ও মহিলা ২ লাখ ৫১ হাজার ২১৪ জন, মোট ৫ লাখ ১০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে।
মধুখালীতে আব্দুর রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারীরা আবুল বাসার খাঁন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।