1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:২২ অপরাহ্ন

কাশিয়ানীতে জুয়ার টাকাসহ ৬ জুয়াড়ী আটক

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৯২ Time View

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরমঞ্জাদিসহ মঙ্গলবার গভীর রাতে ৬ জুয়াড়ীকে হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামের মোঃ এসকেন সরদার এর বাড়ি দীর্ঘদিন জুয়া খেলার আসর বসে আসছিলো। কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ সওগাতুল আলম বিষয়টি অবগত হলে জুয়াড়ীরীদের গ্রেফতার করতে বিষেশ অভিযান চালান। পুলিশ জুয়া খেলার সময়ে হাতেনাতে ছয় জুয়াড়ীকে গ্রেফতার করে। কাশিয়ানী থানার ইন্সেপেক্টর মোঃ ফিরোজ আলম জানান, অভিযান পরিচালনার সময়ে তাদের জুয়ার বোর্ড থেকে নগদ ১৮ হাজার ৮০০ শত টাকা এবং জুয়া খেলার সরমঞ্জাদী উদ্ধার করে হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের- মৃত ছালাম শেখের ছেলে মোঃ মুসা শেখ (৬০), কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের মোঃ দলিল উদ্দিন মোল্যার ছেলে মোঃ কুদ্দুস মোল্যা (৫০), রাজপাট গ্রামের মৃত মোঃ জলিলুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৫০), একই গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে মোঃ ওসিম (৩০), রাজপাট গ্রামের পিতা বাবু শেখের ছেলে এসকেন সেখ (৫৮), তেতুলিয়া গ্রামের মোঃ রহুল আমীন শিকদারের ছেলে গাজী সিকদার (৫০)। কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ সওগাতুল আলম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী থানা এলাকায় জুয়া খেলার কোন সুযোগ নেই। অপরাধ করলেই আইনি ব্যাবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION