বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে বুধবার (২ জুলাই) বিকাল ৫ টায় চৌরাস্তা সংলগ্ন একটি অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বোয়ালমারী পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাহাঙ্গীর আলম কালা মিয়া, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, রাজ কুমার, মৎস্যজীবীদল নেতা রেজাউল শেখ, প্রমথ বালা, রবীন্দ্রনাথ প্রশারী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নেই। আমরা সবাই ভাই ভাই। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply