
বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের আবু তালেব মুন্সিকে ২৭ নভেম্বর এশার নামাজের সময় মসজিদের মধ্যেই একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় জিডি করেছেন আবু তালেব মুন্সি। জিডি নম্বর ১২৯০, তারিখ: ২৭/১১/২৫ ইং। জিডির বর্ণনা মতে উল্লেখিত তারিখ ও সময়ে এশার নামাজ পড়তে মসজিদে যায় আবু তালেব মুন্সি। মসজিদে গিয়ে দেখতে পায়, ইমাম হাসিবুর রহমানের সাথে আফতাব উদ্দিন (একসির সিকদার) একটি হাদিসের বিষয় নিয়ে আলোচনা করছে। এক পর্যায়ে আফতাব উদ্দিন (একসির সিকদার) ইমাম সাহেবকে বিভিন্ন ভাষায় নাজেহাল করে। তখন আবু তালেব মুন্সি ইমাম সাহেবের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে কতিপয় লোকজন আফতাব উদ্দিন (একসির সিকদার) ও আক্তার সিকদার দুজনে শারীরীকভাবে লাঞ্ছিত করে আবু তালেব মুন্সিকে। উল্লেখ্য, ইতোপূর্বে আফতাব উদ্দিন সিকদার একটি হত্যা মামলার আসামি ছিলেন। জিডির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।