
বোয়ালমারী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের বোয়ালমারীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর স্কুল মাঠে রুপাপাত ও পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় ফরিদপুর ১ আসনে আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করা হয়। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সাহস জোগাবেন, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরাট হাতিয়ার হিসেবে কাজ করবে।’ বাংলাদেশের জনগণের কল্যাণে সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ।