বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলাধীন বোয়ালমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৩ মাসের সভা ২৯ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত ২৮ অক্টোবর দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এছাড়া শোক সন্তপ্ত পরিবারকে জানানো হয় গভীর সমবেদনা। নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতরাতে শেখর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া-সাইনবোর্ড এলাকায় হাইওয়ে রাস্তার উপর একদল দুষ্কৃর্তিকারী টায়ারে আগুন দিয়ে যান চলাচলের বিঘ্ন ঘটায়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, জামায়াত-বিএনপি হরতালের প্রভাব বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।
Leave a Reply