বোয়ালমারী প্রতিনিধি: সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বন্ধু সংঘ বোয়ালমারী’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত (১৪ জুলাই) শুক্রবার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের পার্কে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে সৌন্দর্যমণ্ডিত আলফাডাঙ্গা উপজেলা পরিষদ পার্কে ঘোরাঘুরি শেষে আলফাডাঙ্গা জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ এর অফিস কক্ষে চা চক্রে মিলিত হন বন্ধু সংঘের সদস্যরা। পরে রাত ৯টায় সকলে নৈশভোজে অংশগ্রহণ করে। বন্ধু সংঘ বোয়ালমারী’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, ‘বন্ধু সংঘ বোয়ালমারী’র সভাপতি সরোয়ার হোসেন চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক জাহিদুল হক (পল্লব), সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শাফিজুর রশিদ লুলু, সহসভাপতি মো. জাকির শেখ, মো. মহিদুল ইসলাম মহু, মো. শিমুল মিয়া, প্রণব রায়, মো. রাকিবুর রহমান চপল, মো. বাদশা মোল্যা, মো. মতিয়ার রহমান, সৈয়দ জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. লিটন সিকদার, সহ-প্রচার সম্পাদক মো. সেলিম রেজা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আহম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. খায়রুল ইসলাম, সহদপ্তর সম্পাদক বরুণ দত্ত, ক্রীড়া সম্পাদক মো. আশরাফুজ্জামান চুন্নু, সমাজসেবা সম্পাদক জ্যোতির্ময় পাঠক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শিবনাথ দাস মানিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ধৃতি রঞ্জন রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মাসুদ রানা, শ্রীধাম করসহ অর্ধশতাধিক সদস্য।
Leave a Reply