বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে একটি কারখানার শ্রমিকের পুরুষাঙ্গ হারিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তোভোগী ওই শ্রমিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
রোববার সকাল ১১টায় উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরে নিজের ব্যবহৃত বাথরুমে পুরষাঙ্গ হারান ওই শ্রমিক।
তবে এ নিয়ে ওই শ্রমিক মুখ খুলতে নারাজ।
পুরুষাঙ্গ হারানো শ্রমিক ওই কম্পানিতে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন।
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহীন আলম পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের ভেতরের একটি রুমে থাকেন। রোববার (০৮ জানুয়ারি) তার কোনো ডিউটি না থাকায় রুমেই ছিলেন তিনি। হঠাৎ নিজ রুমের বাথরুমের ভেতরে তার চিৎকার শুনে পাশের রুমের লোকজন ছুটে আসেন। এসময় বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কর্তন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই সাদিকুল ইসলাম বলেন, দুপুর ১২ টার দিকে আমরা এ খবর পেয়েছি। আমরা ঢাকায় রওনা দিয়েছি। তবে, কীভাবে পুরুষাঙ্গ হারালো আমার ভাই সে ঘটনা এখনো জানতে পারিনি।
দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, বিষয়টা অতি দুঃখজনক, তবে এ বিষয়টার সত্যতা যাচাই করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা উচিত।
পারফেক্ট পলিমার ইন্ডাস্ট্রিজের এমডি মো. আতাউর রহমান বলেন, ওই শ্রমিক গত দেড় মাস বিবাহ করেছে। তাদের বিবাহ দম্পতি অসুখি হওয়ায়, রাগের ছলে সে নিজেই এ কাজ ঘটিয়েছে বলে জানান। তবে সে বর্তমানে ঢাকা হসপিটালে চিকিৎসা নিচ্ছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। ওই শ্রমিকের সাথে কথা না বলে প্রকৃতরুপে কি কারণে এটা ঘটেছে তা বলা যাচ্ছে না।
Leave a Reply